ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভীতির পরিবেশ সৃষ্টি করে ক্ষমতা দখলের প্রক্রিয়া চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
ভীতির পরিবেশ সৃষ্টি করে ক্ষমতা দখলের প্রক্রিয়া চলছে ভীতির পরিবেশ সৃষ্টি করে ক্ষমতা দখলের প্রক্রিয়া চলছে

চট্টগ্রাম: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহামুদ চৌধুরী বলেছেন, সরকার ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করে আবারও ক্ষমতা দখলের প্রক্রিয়া করছে। কিন্তু জনগণ তাদের অবস্থা বুঝতে পেরেছে।

তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও  জনগণকে বাইরে রেখে নির্বাচনের ষড়যন্ত্র চলছে। বিএনপি’র নেতাকর্মীরা নির্যাতন নিপীড়ন সহ্য করতে করতে খাঁটি সোনায় পরিণত হয়েছে।

আর আওয়ামী লীগ দুর্দশাগ্রস্থ রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আন্দোলন আর নির্বাচন হাতে হাত রেখে চলবে।
কোন অবস্থায় জনগণ আর একতরফা নির্বাচন হতে দিবে না।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে মুসলিম ইনটিষ্টিশন হলে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব কাজী আবদুল্লাহ আল হাসানের শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যৌথভাবে এ সভার আয়োজন করে।

আমীর খসরু বলেন, হাসান একজন ভদ্র ও প্রজ্ঞাবান রাজনৈতিক নেতা ছিলেন। তাঁর বলিষ্ঠ ও সাহসী ভূমিকায় নেতা কর্মীদের প্রেরণা যুগিয়েছে। কাজী হাসান আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে সবসময় রাজপথে সাহসিকতার সাথে দলের সকল কর্মসূচি পালন করেছিলেন।

চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চেয়ারপার্সনের উপদেষ্ট এস এম ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, নগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, কেন্দ্রিয় বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন মজুমদার, প্রফেসর এমডি কামাল উদ্দিন, চাকসু ভি পি নাজিম উদ্দীন, উত্তর জেলা বিএনপি’র সদস্য ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, নগর বিএনপি নেতা এস এম সাইফুল আলম, এয়াছিন চৌধুরী লিটন, কামরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২২১৭ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।