ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সেই ১০ পরিবারকে অনুদান দিলেন রীমা’র মালিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
সেই ১০ পরিবারকে অনুদান দিলেন রীমা’র মালিক পদদলিত হয়ে নিহত ১০ পরিবারের সদস্যদের হাতে অনুদানের অর্থ তুলে দেন মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: চট্টলবীর খ্যাত সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে নিহত ১০ জনের পরিবারকে ২০ হাজার টাকার করে অনুদান দিয়েছেন রীমা কনভেনশন সেন্টারের মালিক মো. সাহাবউদ্দিন।  

মঙ্গলবার (১৬ জানুয়ারি) নগর ভবনের সম্মেলন কক্ষে নিহতদের পরিবারের মাঝে অনুদান দেওয়া হয়। নিহতরা হলেন ধনচন্দ্র সুশীল, ঝন্টু দাশ, লিটন ভট্টাচার্য, অলক ভৌমিক, প্রদীপ তালুকদার, লিটন দে, কৃষ্ণ পদ দাশ, রাহুল দাশ, সুধীর দাশ ও সত্যব্রত ভট্টাচার্য।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

এ সময় নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন আহমদ চৌধুরী, সুনীল সরকার, চসিক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ উমর ফারুক, প্যানেল মেয়র নিছার উদ্দীন আহমদ মঞ্জু, কাউন্সিলর জহর লাল হাজারী, হাসান মুরাদ বিপ্লব, সাবেক কাউন্সিলর প্রকৌশলী বিজয় কুমার চৌধুরী কিষান, নগর আওয়ামী লীগের সদস্য বেলাল আহমদ, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজিত কুমার দাশ, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোরশেদুল আলম প্রমুখ।

মেয়র আ জ ম নাছির উদ্দীন নিহতদের পরিবারের সদস্যদের হাতে অনুদানের এ অর্থ তুলে দেন।

মেয়র বলেন, সেই দিনের মর্মান্তিক ঘটনায় নিহতদের ক্ষতিপূরণ করার মতো ক্ষমতা কারও নেই। তবে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে নিহতদের সন্তানদের বিনা খরচে শিক্ষা গ্রহণের সুযোগ করে দেওয়া হবে। এ ছাড়াও চসিকের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারদের পুনর্বাসনে সহযোগিতা করা হবে।

তিনি বলেন, নিহত পরিবারের সদস্যদের পুনর্বাসনের জন্য সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হবে।

রীমার সেই 'মৃত্যুকূপ' ভরাট হলো

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।