ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সূর্য সেনের জন্মভিটা ছুঁয়ে গেলেন প্রণব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
 সূর্য সেনের জন্মভিটা ছুঁয়ে গেলেন প্রণব রাউজানের নোয়াপাড়ায় সূর্য সেনের জন্মভিটা পরিদর্শন করেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। ছবি: সোহেল সরওয়ার, বাংলানিউজ

রাউজান থেকে: রাউজানের নোয়াপাড়ায় সূর্য সেনের জন্মভিটা পরিদর্শন করেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেল ৫টায় প্রণব মুখার্জি সূর্য সেন পল্লিতে পৌঁছান।

জন্মভিটায় সূর্য সেনের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর সেখানে একটি গাছের চারা রোপণ করেন।

 পরে সূর্য সেন মাতৃস্বাস্থ্য ও শিশুকল্যাণ কমপ্লেক্স ঘুরে দেখেন প্রণব মুখার্জি।  

এ সময় প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠা মুখার্জিও ছিলেন।

এ ছাড়া রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলাও ছিলেন।

প্রণব মুখার্জিকে নিয়ে গাড়ি সূর্যসেন পল্লির দিকে যাবার সময় গ্রামের মানুষ তাকে একনজর দেখার জন্য সড়কে, বাড়ির সামনে জড়ো হন। কেউ কেউ প্রণব মুখার্জিকে আদাব, নমস্কার বলে সম্মান জানান। অনেকে হাত নেড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

সূর্য সেন পল্লিতে ভারতের সাবেক রাষ্ট্রপতিকে দেখার জন্য ভিড় জমে যায়।  ছবি: সোহেল সরওয়ার, বাংলানিউজ

ভিআইপি প্রটোকল থেকে বেরিয়ে শর্মিষ্ঠা চলে যান গ্রামের মানুষের কাছে। কয়েকজনের সঙ্গে কথা বলেন। গ্রামের নারীরা প্রণব মুখার্জির মেয়েকে কাছে পেয়ে জড়িয়ে ধরেন। হাসিমুখে তাদের সঙ্গে কথা বলেন প্রণবকন্যা।

আধঘণ্টা সেখানে অবস্থানের পর ভারতের সাবেক রাষ্ট্রপতি নগরীর উদ্দেশে রওনা দেন।

রাত ৮টায় রেডিসন ব্লু  হোটেলে সুধী সমাবেশে যোগ দেবেন।   ভারতীয় সহকারী হাই কমিশন এই সুধী সমাবেশের আয়োজন করেছে। সেখানে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রণব মুখার্জিকে নগরীর চাবি উপহার দেবেন।  

বুধবার সকালে প্রণব মুখার্জি ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ছাড়বেন।  যাত্রাপথে নগরীর পাহাড়তলীতে ইউরোপিয়ান ক্লাব এবং পরে দামপাড়া পুলিশ লাইনে অস্ত্রাগার পরিদর্শন করার কথা রয়েছে। ওই অস্ত্রাগারটি ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় লুট করেছিলেন বিপ্লবীরা।  

মাস্টারদার আবক্ষমূর্তিতে শ্রদ্ধা জানালেন প্রণব মুখার্জি

রাজনৈতিক নেতৃত্বের ওপর হিংসাত্মক আক্রমণ কেন?

চবির সম্মানসূচক ডি-লিট ডিগ্রি গ্রহণ প্রণব মুখার্জির

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রণব মুখার্জি

প্রণব মুখার্জি চট্টগ্রামে

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।