ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাস্টারদার আবক্ষমূর্তিতে শ্রদ্ধা জানালেন প্রণব মুখার্জি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
মাস্টারদার আবক্ষমূর্তিতে শ্রদ্ধা জানালেন প্রণব মুখার্জি মাস্টারদার আবক্ষমূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন প্রণব মুখার্জি। ছবি: সোহেল সরওয়ার, বাংলানিউজ

রাউজান থেকে: অগ্নিযুগের বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের আবক্ষমূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেল পৌনে ৪ টায় রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ গেটের পাশে মাস্টারদা সূর্য সেনের আবক্ষমূর্তিতে শ্রদ্ধা জানান তিনি।

এরপর সূর্য সেন স্মৃতি পাঠাগারের উদ্বোধন করেন।

পরে তিনি সেখানে রাখা স্মারক বইয়ে স্মাক্ষর করেন।

মাস্টারদা সূর্য সেন স্মৃতি ভবন

এ সময় রাউজানের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, সূর্য সেন স্মৃতি পাঠাগারের সভাপতি শ্যামল কুমার পালিত প্রমুখ উপস্থিত ছিলেন।

 

রাজনৈতিক নেতৃত্বের ওপর হিংসাত্মক আক্রমণ কেন?

চবির সম্মানসূচক ডি-লিট ডিগ্রি গ্রহণ প্রণব মুখার্জির

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রণব মুখার্জি

প্রণব মুখার্জি চট্টগ্রামে

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ১০১৮

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।