ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শুদ্ধানন্দ মহাথেরোর কর্মপ্রতিভা বিশ্বস্বীকৃত

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
শুদ্ধানন্দ মহাথেরোর কর্মপ্রতিভা বিশ্বস্বীকৃত সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের’র ৮৬তম জন্মোৎসব ও গণসংবর্ধনা অনুষ্ঠান

চট্টগ্রাম: ‘প্রত্যাশার চেয়ে প্রাপ্তির সীমা ছাড়িয়ে বিশ্বব্রহ্মাণ্ডে আলোকিত ব্যক্তিত্ব শুদ্ধানন্দ মহাথের। দেশের একুশে পদক, থাইল্যান্ড সরকারের রাজকীয় সর্বশ্রেষ্ঠ উপাধি ফ্রা বিশুদ্ধিবংশ এবং মিয়ানমার সরকারের সর্বোচ্চ ধর্মীয় উপাধি অগ্গমহাসদ্ধম্মজ্যোতিকাধ্বজ উপাধিতে ভূষিত হয়েছেন তিনি। ভৌগোলিক সীমারেখা ছাড়িয়ে যার অপরিসীম ত্যাগ মহিমার কর্মপ্রতিভা আজ বিশ্বস্বীকৃত।’

সোমবার (১৫ জানুয়ারি) নগরীর মুসলিম হলে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি, ধর্মাধিপতি ২৮তম সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের’র ৮৬তম জন্মোৎসব ও গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

থাইল্যান্ডের ফরা ভুনসুং উপসামোর সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন।

সভায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব অধ্যক্ষ ড. প্রণব কুমার বড়ুয়া।

বিশেষ অতিথি ছিলেন স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ, রেভারেন্ড মোজেস এম কস্তা, বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া, লায়ন রূপম কিশোর বড়ুয়া, ডা. উত্তম কুমার বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া ও লায়ন আদর্শ কুমার বড়ুয়া।

সম্মানিত অতিথি ছিলেন থাইল্যান্ডের রাষ্ট্রদূত পানপিমন সোয়ান্নাপাংচে, ডব্লিউএফবিওয়াই’র (থাইল্যান্ড) ডেনপং সুয়ান্নাচাইরুপ, সেক্রেটারি ইডানন্ট থাইয়রি, বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব বোধিমিত্র মহাথের, ড. বুদ্ধপ্রিয় মহাথের, প্রমথ বড়ুয়া প্রমুখ।

চম্পাকলি বড়ুয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উদযাপন পরিষদের সভাপতি প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুব্রত বরণ বড়ুয়া, সমন্বয়কারী অঞ্চল কুমার তালুকদার ও অর্থসচিব কমলেন্দু বিকাশ বড়ুয়া।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল সকালে সংঘদান ও সংবর্ধেয় সংঘনায়কের ৮৬তম জন্মোৎসব অনুষ্ঠান।

বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সুনন্দ মহাথেরোর সভাপতিত্বে সভায় উদ্বোধক ছিলেন বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের। বিশেষ অতিথি ছিলেন বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথের।

স্বাগত ভাষণ দেন প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া। বক্তব্য রাখেন জ্ঞানানন্দ মহাথের, অভয়ানন্দ মহাথের, সুমিত্তানন্দ থের, পি আর বড়ুয়া, প্রফেসর ড. সুকোমল বড়ুযা,প্রকৌশলী মৃণাল কান্তি বড়ুয়া, লায়ন মৃদুল কান্তি চৌধুরী, প্রকৌশলী মৃগাঙ্ক প্রসাদ বড়ুয়া, দেবপ্রিয় বড়ুয়া, রণজিৎ কুমার বড়ুয়া, আশীষ কুমার বড়ুয়া, মৃদুল কান্তি বড়ুয়া প্রমুখ।

জন্মোৎসব ৮৬ পাউন্ডের কেক কেটে সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের’র জন্মদিন পালন করা হয়।  এসময় নৃত্যশিল্পী প্রমা অবন্তীর পরিচালনায় ওড়িশী অ্যান্ড টেগর ডান্স মুভমেন্ট সেন্টারের শিল্পীরা সমবেত নৃত্য পরিবেশন করেন।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।