ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রণব মুখার্জি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রণব মুখার্জি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে প্রণব মুখার্জি। ছবি: সোহেল সরওয়ার, বাংলানিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে: ঐতিহ্যবাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে পৌঁছেছেন উপমহাদেশের অবিসংবাদিত রাজনীতিক, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বেলা একটার দিকে নগরীর রেডিসন ব্লু চিটাগাং বে ভিউ থেকে বের হয়ে প্রণব মুখার্জির গাড়িবহর ক্যাম্পাসে আসে।

চবি কর্তৃপক্ষ প্রণব মুখার্জিকে ডি-লিট ডিগ্রি প্রদান উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে।

এতে সভাপতিত্ব করছেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

সম্মিলিত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত এবং নৃত্যশিল্পী প্রমা অবন্তীর দলের নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভারতের সাবেক রাষ্ট্রপতিকে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে যোগ দিয়েছেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেকউল্লাহ রফিক ও ওয়াসেকা আয়েশা খান, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানসহ চট্টগ্রামের গণ্যমান্য ব্যক্তিরা। বেলা ২টা ৪০ মিনিট পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবেন ভারতের সাবেক রাষ্ট্রপতি।

বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে মঙ্গলবার বেলা ১১টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সিএমপি কমিশনার ইকবাল বাহার, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামান, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তামরা প্রণব মুখার্জিকে স্বাগত জানান।

অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা।  ছবি: বাংলানিউজ

বিকেল ৩টার মধ্যে প্রণব মুখার্জি রাউজান পৌরসভা এলাকায় পৌঁছবেন। সেখানে রাউজান বিশ্ববিদ্যালয় কলেজের পাশে বিপ্লবী সূর্য সেনের নামে স্থাপিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধ জানাবেন এবং মন্তব্য বইয়ে অনুভূতি লিখবেন। এরপর সূর্য সেনের নামে পাঠাগার উদ্বোধন ও কমপ্লেক্স ঘুরে দেখবেন। এরপর প্রণব মুখার্জি যাবেন রাউজানের নোয়াপাড়ায় সূর্য সেনের জন্মভিটায়।

সেখান থেকে সরাসরি নগরীতে ফিরে রাত ৮টায় রেডিসন ব্লু হোটেলে সুধী সমাবেশে যোগ দেবেন। ভারতীয় সহকারী হাই কমিশন এই সুধী সমাবেশের আয়োজন করেছে। সেখানে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রণব মুখার্জিকে নগরীর চাবি উপহার দেবেন।

বুধবার সকালে প্রণব মুখার্জি ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ছাড়বেন। যাত্রাপথে নগরীর পাহাড়তলীতে ইউরোপিয়ান ক্লাব এবং পরে দামপাড়া পুলিশ লাইনে অস্ত্রাগার পরিদর্শন করার কথা রয়েছে। ওই অস্ত্রাগারটি ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় লুট করেছিলেন বিপ্লবীরা।

** প্রণব মুখার্জি চট্টগ্রামে

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।