ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জেলা পুলিশকে দুইটি পিকআপ দিলেন ব্যবসায়ী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
জেলা পুলিশকে দুইটি পিকআপ দিলেন ব্যবসায়ী জেলা পুলিশ সুপার নুরে আলম মিনার হাতে গাড়ির চাবি তুলে দেন ব্যবসায়ী সাদাত আনোয়ার সাদী।

চট্টগ্রাম: সামাজিক দায়বদ্ধতায় সহযোগিতার অংশ হিসেবে জননিরাপত্তার কাজে ব্যবহারের জন্য জেলা পুলিশকে দুইটি পিকআপ দিয়েছেন ব্যবসায়ী লার্ক পেট্রোলিয়াম কোম্পানি লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক সাদাত আনোয়ার সাদী।

রোববার (১৫ জানুয়ারি) বিকেলে নগরীর আগ্রাবাদ ছোটপুলের জেলা পুলিশ কার্যালয়ে জেলা পুলিশ সুপার নুরে আলম মিনার হাতে গাড়ির চাবি তুলে দেন।

এ সময় পুলিশ সুপার গাড়ি দিয়ে সহযোগিতার জন্য সাদাত আনোয়ার সাদীকে ধন্যবাদ এবং সমাজের অন্যদেরও পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

পুলিশ সুপার বলেন, পুলিশ জনতার সেবায় নিয়োজিত। জনগণের ট্যাক্সের টাকায় পুলিশের বেতন দেওয়া হয়।

তাই জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা সবচেয়ে বেশি। আমরা চেষ্টা করি সর্বোচ্চ দিয়ে কাজ করতে। কিন্তু আমাদেরও সীমাবদ্ধতা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপর (ডিএসবি) মহিউদ্দিন মাহমুদ সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মশিউদ্দৌলা রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) একেএম এমরান ভূঞা, সহকারী পুলিশ সুপার (শিল্পাঞ্চল) আবুল কালাম আজাদ, রিজার্ভ অফিসার কাজী শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad