ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সশস্ত্র ছিনতাইকারীর কবলে আইনজীবী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
সশস্ত্র ছিনতাইকারীর কবলে আইনজীবী ছবি: প্রতীকী

চট্টগ্রাম: নগরীর কোতোয়ালি থানাধীন লালদীঘির উত্তর-পশ্চিম পাড় এলাকায় সশস্ত্র ছিনতাইকারীর কবলে পড়েছেন মো. কাঁকন নামের এক আইনজীবী।

সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম আদালত ভবনে কাজ শেষে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে।

মো. কাঁকন বাংলানিউজকে জানান, আদালত ভবন থেকে রিকশায় চড়ে সোনালী ব্যাংকের সামনে আসার পর দুই-তিনজন সশস্ত্র ছিনতাইকারী তাকে ঘিরে ধরে।

এরপর দুইটি মোবাইল ফোন সেট ও পকেটে থাকা দেড় হাজার টাকা নিয়ে যায় তারা।

এদিকে জ্যেষ্ঠ আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বাংলানিউজকে বলেন, খবর পেয়ে আমি কোতোয়ালি থানায় যাই।

এরপর এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন মো. কাঁকন। প্রকাশ্যে দিবালোকে এ ধরনের ছিনতাইয়ের ঘটনায় আমরা উদ্বিগ্ন।  

‘স্যার’ বলে ২টি স্মার্টফোনসহ সব ছিনতাই করল ওরা

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।