ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গবন্ধু ও হাসিনার পর সবচেয়ে জনপ্রিয় নেতা মহিউদ্দিন

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
বঙ্গবন্ধু ও হাসিনার পর সবচেয়ে জনপ্রিয় নেতা মহিউদ্দিন বঙ্গবন্ধু ও হাসিনার পর সবচেয়ে জনপ্রিয় নেতা মহিউদ্দিন

চট্টগ্রাম: সদ্য প্রয়াত নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি শর্টপিছ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

২ নম্বর জালালাবাদ ওয়ার্ডের কুলগাঁও স্থানীয় একটি মাঠে বয়েজ ক্লাব একতাসংঘের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইফতেখার হোসেন ইমন।

সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সজিবের পরিচালনায় ফরিদ মাহমুদ বলেন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার পর মহিউদ্দিন চৌধুরী ছিলেন আওয়ামী লীগের সবচেয়ে জনপ্রিয় নেতা।

এতো বিশাল মাপের নেতার মর্যাদা পোস্টার, ব্যানার, ফ্যাস্টুনে প্রকাশ করা সম্ভব নয়। তিনি চট্টগ্রামের প্রতিটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

টুর্নামেন্টে ২৪টি দল চার ভাগে বিভক্ত হয়ে অংশগ্রহণ করছেন। উদ্বোধনী খেলায় কুলগাঁও এলিয়ন স্পোর্টিং ক্লাব এবং বালুচরা ব্লেক সার্ক স্পোটিং ক্লাব নিজেদের মধ্যে প্রতিদ্বন্ধিতায় অবর্তীণ হন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর যুবলীগের সদস্য এস এম সাঈদ সুমন, শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, হাজী মো. ইব্রাহিম, মহানগর যুবলীগ নেতা আশরাফুল গণি, ইয়াছিন ভূইয়া।

এ সময় অন্যান্যের মধ্যে মো. জাবেদ, ওয়াসিম উদ্দিন, মো. সাহাব উদ্দিন, মো. ফোরকান, ছাত্রনেতা সুলতান মো. সাঈম, মো. মাঈন উদ্দিন, মো. রাশেদ, রুবেল হোসেন, মো. জুনায়েদ, কায়েস হাশেমী সুমন, ওয়াহিদ আবির, মো. এরফান প্রমুখ প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় কুলগাঁও এলিয়ন স্পোটিং ক্লাব নির্ধারিত ৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৫৬ রান সংগ্রহ করে। জয়ের লক্ষ্যে খেলতে নেমে বালুচরা ব্লেক সার্ক স্পোটিং ক্লাব সবকটি উইকেট হারিয়ে ৪৬ রান সংগ্রহ করে। ১০ রানে কুলগাঁও এলিয়ন স্পোটিং ক্লাব জয়লাভ করে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।