ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মেয়রের সঙ্গে মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বৈঠক  

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
মেয়রের সঙ্গে মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বৈঠক   মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

চট্টগ্রাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার অ্যাডমিরাল এএসএম আবদুল বাতেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে নগর ভবনে মেয়র দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

চসিকের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কালুরঘাটে প্রতিষ্ঠিত হচ্ছে।

প্রায় ১০০ একর জায়গার ওপর কর্ণফুলীর নদীর তীরঘেঁষে আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বমানের এ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে মেয়রের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন উপাচার্য।

উপাচার্য বেইলি ব্রিজ নির্মাণসহ বিশ্ববিদ্যালয়ের যাতায়াতের অ্যাপ্রোচসহ রাস্তাঘাট নির্মাণ বিষয়ে মেয়রের সুদৃষ্টি কামনা করেন।

মেয়র বিশ্ববিদ্যালয়টির স্বার্থে সব ধরনের সহযোগিতা প্রদানে চসিক আন্তরিক ভূমিকা রাখবে বলে জানান।

এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সচিব মোহাম্মদ আবুল হোসেন, জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম, লে. কমান্ডার এম মজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮

এআর/টিসি

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।