ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারে মানবাধিকার কমিশনের অনুদান

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারে মানবাধিকার কমিশনের অনুদান মিরসরাইয়ে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারে মানবাধিকার কমিশনের অনুদান

চট্টগ্রাম: আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে মানবাধিকার কমিশন। উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের কুরুয়া গ্রামে আমির হোসেনের নতুন বাড়িতে অনুদান তুলে দেওয়া হয়।

এসময় ক্ষতিগ্রস্থ আমির হোসেনের পরিবারে বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট ব্যক্তিগত তহবিল থেকে নগদ অনুদান তুলে দেন।

এসময় এম নুর উদ্দিন বাহার, নাজমুল হোসেন, সুজন চন্দ্র মণ্ডল, ইলিয়াছ রিপন, নিজাম উদ্দিন, মো. জামসেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্প্রতি হাইতকান্দি ইউনিয়নের করুয়া গ্রামের আমির হোসেনের নতুন বাড়িতে আমির হোসেনের ছেলে তসলিম উদ্দিনের অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে যায়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

প্রতিবেশি নুরুল আলম ও আরিফুল ইসলাম জানান, সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মাত্র ২০ মিনিটে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৯০১ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।