ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জেটিতে ভেড়ার সময় কন্টেইনারবাহী জাহাজ চরে আটকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
জেটিতে ভেড়ার সময় কন্টেইনারবাহী জাহাজ চরে আটকা মাল্টার পতাকাবাহী টিজনি নামে কন্টেইনার জাহাজটি চট্টগ্রাম বন্দরের জেটিতে ভেড়ার সময় কন্টেইনারবাহী জাহাজটি বন্দর চ্যানেলের পাশে আটকে যায়। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: বহির্নোঙর থেকে বন্দর জেটিতে ভেড়ার সময় কন্টেইনারবাহী একটি জাহাজ বন্দর চ্যানেলের পাশে আটকে গেছে। সোমাবর (১৫ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। তবে এতে জাহাজ চলাচলে কোন সমস্যা নেই বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

বন্দর সূত্রে জানা গেছে, মাল্টার পতাকাবাহী টিজনি নামে কন্টেইনার জাহাজটি বন্দর জেটিতে নিয়ে আসার সময় একটি ফিশিং ট্রলার সামনে পড়ে। সেটাকে রক্ষা করতে গিয়ে জাহাজের পাইলট ডানদিকে চলে যান।

এতে জাহাজটি চ্যানেলের পাশে আটকে যায়।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বাংলানিউজকে জানান, চরে আটকে যাওয়া জাহাজের জন্য বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোন সমস্যা নেই।

জাহাজটি বন্দরের টাক বোট দিয়ে চ্যানেল থেকে দূরে সরিয়ে নেওয়ার হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩২০ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।