ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চান্দগাঁও থেকে প্রবাসী যুবক নিখোঁজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
চান্দগাঁও থেকে প্রবাসী যুবক নিখোঁজ মো. আলাউদ্দিন প্রকাশ মহিউদ্দিন

চট্টগ্রাম: নগরীর পুরাতন চান্দগাঁও থানা এলাকা থেকে বিয়ের তিন দিনের মাথায় মো. আলাউদ্দিন প্রকাশ মহিউদ্দিন নামের এক প্রবাসী যুবক নিখোঁজ হয়েছেন।  

শনিবার (১৩ জানুয়ারি) থেকে তিনি নিখোঁজ জানিয়ে তার ভাই কফিল উদ্দিন থানায় সাধারণ ডায়েরি (নম্বর ৬৬০) করেছেন।  

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার (১০ জানুয়ারি) আলাউদ্দিনের বিয়ে হয় মহা ধুমধামের মধ্য দিয়ে।

মো. আলাউদ্দিনের বাড়ি চান্দগাঁও পাঠানিয়া গোদার আমজাদ আলী সড়কে প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির বাড়িতে। মাত্র দেড় মাস আগে আবুধাবি থেকে দেশে আসলে আলাউদ্দিনের বিয়ের আয়োজন করে পরিবার।

পরিবারের দাবি, দীর্ঘদিন প্রবাসে থাকায় দেশে কারও সঙ্গে তার শত্রুতা ছিল না।

চান্দগাঁও থানার ওসি মো. আবুল বাশার বাংলানিউজকে জানান, যুবক নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন তার ভাই। তাকে খুঁজে বের করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।