ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম কলেজ ফাউন্ডেশনের মিলনমেলা পরিষদ সভা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
চট্টগ্রাম কলেজ ফাউন্ডেশনের মিলনমেলা পরিষদ সভা

চট্টগ্রাম: চট্টগ্রাম কলেজ ফাউন্ডেশনের মিলনমেলা পরিষদের সভা আহ্বায়ক সাবেক কাউন্সিলর মো. শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।  

সভায় মিলনমেলা সফল করার জন্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সমন্বয়কারী মনোনিত করা হয়।

দিনব্যাপী অনুষ্ঠানকে বর্ণাঢ্য করার জন্য প্রবীণ শিল্পী নাজমুল আবেদীন চৌধুরী, শিল্পী ইকবাল হায়দার, অ্যাডভোকেট কাওসার পারভীন, শিক্ষাবিদ মর্জিনা আখতার, শিল্পী শাহরিয়ার খালেদকে উপদেষ্টা করে একটি সাংস্কৃতিক কমিটি গঠন করা হয়।

সদস্যসচিব শারুদ নিজামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন, নাজমুল আবেদিন চৌধুরী, ইকবাল হায়দার, কায়েস চৌধুরী, রুবিনা ইয়াসমীন, মোর্শেদ জাফর, ফারজানা মুনমুন, আনোয়ার শহীদ, সাফায়াত সুলতানা, অ্যাডভোকেট কানিজ কায়সার, আফরোজা আখতার, সদরুল আমিন, হামিদা নিরু, সঞ্জীব সেনগুপ্ত, লোকমান হাকিম, শওকত আলী, ওবায়দুর রহমান, মামুন উদ-দৌলা, আফরোজা আখতার, হারুন-অর-রশিদ প্রমুখ।

সভায় ফারজানা মুনমুন, আনোয়ার শহীদ ও আরাফাত সুলতানকে শিল্প সমন্বয়কারী করে ১১ সদস্যের সাংস্কৃতিক উপ-পরিষদ গঠন করা হয়।

চট্টগ্রাম কলেজের সঙ্গীতশিল্পী, প্রাক্তন ছাত্রছাত্রীদের সন্তান যারা সঙ্গীত, আবৃত্তি, কৌতুক পরিবেশন করতে চায় তারা প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটার মধ্যে মেট্রোপোলে ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহীদের নিবন্ধন করতে হবে।

সভায় সিদ্ধান্ত হয় যে, মা ও শিশু হাসপাতালে প্রস্তাবিত ক্যানসার ইনস্টিটিউটকে ১ লাখ টাকা দেওয়া হবে।

স্মরণিকার জন্য আগ্রহীদের আগামী ৩১ জানুয়ারির মধ্যে তথ্য ও স্মৃতিমূলক লেখা পাঠাতে হবে।  

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad