ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে কর্মশালা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে কর্মশালা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে কর্মশালা

চট্টগ্রাম: প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উদ্যোগে ‘শেয়ারিং স্টেকহোল্ডারস ওপিনিয়ন অন সেল্ফ অ্যাসেসমেন্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নগরীর হাজারী লেইন ক্যাম্পাসে সম্প্রতি এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আইন বিভাগের সেল্ফ অ্যাসেসমেন্ট (এসএ) কমিটির এর আয়োজন করে। 

 

আইন বিভাগের চেয়ারম্যান ও সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটির প্রধান তানজিনা আলম চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন আইকিউএসির অ্যাডিশনাল ডিরেক্টর রফিকুল ইসলাম ও প্রক্টর আহমেদ রাজীব চৌধুরী।

বক্তারা বলেন, কর্মশালায় স্টেকহোল্ডারদের কাছ থেকে বিভাগের অবকাঠামো, সুযোগ-সুবিধা, শিক্ষাদান পদ্ধতি, পাঠ ও শিক্ষাক্রম, কো-কারিকুলামসহ নানা কার্যক্রম নিয়ে যে-জরিপ পাওয়া গেছে, সেই বিষয়ে সন্তুষ্টির মাত্রা উপস্থাপন ও বিশ্লেষণ করা হয়েছে।

যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কর্মশালায় সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটির সদস্য বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক অনুপ কুমার বিশ্বাসসহ বিভাগের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।