ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

স্পটেই ট্রেড লাইসেন্স দিচ্ছে চসিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
স্পটেই ট্রেড লাইসেন্স দিচ্ছে চসিক স্পটে ট্রেড লাইসেন্স তুলে দেন চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান

চট্টগ্রাম: ব্যবসায়ীদের সময় বাঁচিয়ে, স্বচ্ছ প্রক্রিয়ায় দ্রুততম সময়ের মধ্যে স্পটেই ট্রেড লাইসেন্স দেওয়ার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এর ফলে ব্যবসায়ীদের মধ্যে ট্রেড লাইসেন্স সংগ্রহের প্রবণতা যেমন বাড়ছে তেমনি রাজস্ব আদায়েও আসছে গতিশীলতা।  

রোববার (১৪ জানুয়ারি) চসিকের ১ নম্বর রাজস্ব সার্কেলের আওতাধীন ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডের ব্যবসায়ীদের কাছে স্পট ট্রেড লাইসেন্স দেওয়া হয়।   এ সময় ৩৮টি নতুন ও ২৬টি ট্রেড লাইসেন্স নবায়ন মিলে ৬৪টি লাইসেন্স দেওয়া হয়।

এ খাতে ফি আদায় হয় ১ লাখ ৬৯ হাজার ৯১৫ টাকা।

এ সময় চারজন হোল্ডিং মালিক চসিকের গৃহকর ও রেইট বাবদ ৩ লাখ ১৭ হাজার ৯১১ টাকা আদায় করেন।

স্পট ট্রেড লাইসেন্স কার্যক্রম পরিচালনা করেন চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান ও ১ নম্বর সার্কেলের কর কর্মকর্তা শাহ আলম।

এ সময় উপ কর কর্মকর্তা, লাইসেন্স পরিদর্শক ও কর আদায়কারীরা সহায়তা করেন।  

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad