ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নাসিরাবাদ স্কুলের সুবর্ণ জয়ন্তী উৎসব শুরু

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
নাসিরাবাদ স্কুলের সুবর্ণ জয়ন্তী উৎসব শুরু নাসিরাবাদ স্কুলের সুবর্ণ জয়ন্তী উৎসবের শোভাযাত্রা। ছবি: সোহেল সরওয়ার, বাংলানিউজ

চট্টগ্রাম: পৌষের শেষভাগে দুপুর শেষের রৌদ্রস্নাত সবুজ ঘাসে নাসিরাবাদ সরকারি স্কুলের হাজারো উজ্জ্বল, প্রাণোচ্ছ্বল, ঝলমলে টিয়া সবুজ টি শার্ট পরা সাবেক ছাত্রের পদচারণায় সূচনা হলো সুবর্ণ জয়ন্তীর।

বহু দিন পরে দেখা পেয়ে একজন আরেকজনকে জড়িয়ে ধরছিলেন পরম আবেগে। কেউ ব্যস্ত ছিলেন কৈশোরের সোনালি স্মৃতি রোমন্থনে।

প্রথম সিনেমা দেখার কিংবা প্রথম নাম না জানা ভালো লাগার।

শুক্রবার (১২ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটায় জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধন করেন প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি প্রফেসর ড. মাসুদ আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান জাহাঙ্গীর এবং সুবর্ণ জয়ন্তী উৎসবের আহ্বায়ক একেএম আবদুল হান্নান আকবর ও সদস্যসচিব মনির হোসেন খোকা।

পুরো আয়োজনে প্রধান সমন্বয়ক ছিলেন মামুনুর রশীদ মামুন। অ্যাডভোকেট শাহীন আফতাব রেজা সুবর্ণ জয়ন্তী উৎসবের আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন। হাজারো প্রাক্তন ছাত্রের উপস্থিতিতে বর্ণাঢ্য শোভাযাত্রাটি নগরীর জিইসি এলাকা পরিভ্রমণ করে।

নাসিরাবাদ সরকারি স্কুলের সুবর্ণ জয়ন্তী শুক্রবার শুরু

সুবর্ণজয়ন্তী নিয়ে বিরোধে নাসউবি’র প্রাক্তন ছাত্ররা

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।