[x]
[x]
ঢাকা, বৃহস্পতিবার, ৫ আশ্বিন ১৪২৫, ২০ সেপ্টেম্বর ২০১৮
bangla news

ফিরে গেল শুভেচ্ছা সফরে আসা ভারতীয় দুই জাহাজ

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০১-১২ ৯:৫৬:৫৭ এএম
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চারদিনের শুভেচ্ছা সফর শেষে বাংলাদেশ ছেড়েছে ভারতীয় কোস্টগার্ডের দুই জাহাজ আইসিজিএস ‘সৌনক’ ও ‘রাজশ্রী’।

শুক্রবার (১২ জানুয়ারি) সকালে জাহাজ দুটি চট্টগ্রাম বন্দর জেটি ছেড়ে গেছে। 

ভারতীয় জাহাজ দুটিকে বিদায় দিতে বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ মনসুর আলী ও তাজউদ্দিন কুতুবদিয়া চ্যানেল পর্যন্ত এগিয়ে যায় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিদায় অনুষ্ঠানে কোস্টগার্ডের পূর্ব জোনের কমান্ডার ক্যাপ্টেন এম ওয়াসিম মকসুদ, সিজি বেইসের অধিনায়ক কমান্ডার এসএম মঈনউদ্দিন এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী উপস্থিত ছিলেন।

ভারতীয় জাহাজ দুটির শুভেচ্ছাকালীন সময়ে দুই দেশের বাহিনীর মধ্যে পানি দূষণের কারণ ও প্রতিকার নিয়ে প্রশিক্ষণ এবং দুই দেশের মধ্যে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এছাড়া জাহাজের কর্মকর্তারা চট্টগ্রাম নৃ-তাত্ত্বিক যাদুঘর ও ওয়ার সেমেট্রি পরিদর্শন করেন।

এছাড়া, পুলিশ, বিজিবি, নৌ বাহিনী, র‌্যাব কর্মকর্তা ও নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা জাহাজ দুটি পরিদর্শন করেন।  

গত ৮ জানুয়ারি জাহাজ দুটি পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরের আসে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮

আরডিজি/টিসি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa