ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

খালেদা জিয়ার উচিৎ অনুশোচনা দিবস পালন করা: নাছির

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
খালেদা জিয়ার উচিৎ অনুশোচনা দিবস পালন করা: নাছির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, আমরা স্বাধীনতা এনেছি। গণতন্ত্র রক্ষা করেছি। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ও যুদ্ধাপরাধীদের ফাঁসির দড়িতে ঝুলিয়েছি। এদেশ থেকে উগ্র সাম্প্রদায়িকতা ও জঙ্গীবাদকে চিরতরে নির্মূল করার অদম্য ক্ষমতা আমরাই রাখি।

সরকারের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার বিকেলে নগরীর জেলা পরিষদ চত্বরে নগর আওয়ামী লীগের সমাবেশে তিনি একথা বলেন।

তিনি বলেন, বেগম জিয়া অনেক আবোল-তাবোল কথ বলছেন।

 এর কারণ তিনি বাংলাদেশ ও মুক্তিযুদ্ধকে স্বীকার করেন না।  তার হাত নিরীহ সাধারণ মানুষের রক্তে রঞ্জিত।
 খালেদা জিয়ার উচিৎ ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন না করার জন্য অনুশোচনা দিবস পালন করা।

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী ও খোরশেদ আলম সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী ও এম এ রশিদ, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ ও চৌধুরী হাসান মাহমুদ হাসনী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, শ্রম সম্পাদক আবদুল আহাদ, উপ-প্রচার সম্পাদক শহিদুল আলম, কার্যনির্বাহী সদস্য আবুল মনসুর

সমাবেশ শেষে একটি আনন্দ মিছিল নগরীর বিভিন্ন সড়ক হয়ে দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad