ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

এস আলম স্টিলের এজিএমে ১০% লভ্যাংশ অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
এস আলম স্টিলের এজিএমে ১০% লভ্যাংশ অনুমোদন এস আলম স্টিলের এজিএমে ১০% লভ্যাংশ অনুমোদন

চট্টগ্রাম: পুঁজিবাজারে তালিকাভুক্ত এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের ১৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদিত হয়েছে।

শুক্রবার (১২ জানুয়ারি) সকালে নগরীর রেডিসন ব্লু চিটাগাং বে ভিউর মেজবান হলে এজিএম অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের চেয়ারম্যান আব্দুস সামাদ।

সভায় জানানো হয়, ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরে কোম্পানির নিট বিক্রি ২৪৫১ মিলিয়ন টাকা। কর পরবর্তী মুনাফা ১০৬ দশমিক ২ মিলিয়ন টাকা, ইপিএস ১ দশমিক ১১ টাকা।

সভায় স্পন্সর পরিচালক পদে আব্দুস সামাদ পুনর্নির্বাচিত হন। মোহাম্মদ শাহা জাহান প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী পরিচালক ও হালিমা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ বিনিয়োগকারী পরিচালক নির্বাচিত হন। এ ছাড়া চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস মেসার্স রহমান মোস্তফা আলম অ্যান্ড কোম্পানিকে পরবর্তী বছরের অডিটর হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সভায় পরিচালক ওসমান গনি, আইসিবি নমিনি পরিচালক  মোহাম্মদ শাহা জাহান, পরিচালক হালিমা বেগম, নন শেয়ার হোল্ডার ইন্ডিপেনডেন্ট পরিচালক মোহাম্মদ ইসহাক ও মনোতোষ চন্দ্র রায়, নির্বাহী পরিচালক (অর্থ) সুব্রত কুমার ভৌমিক, কোম্পানি সচিব গোলাম মোহাম্মদ, শিমুল নন্দী সিএফওসহ প্রচুর শেয়ার হোল্ডার উপস্থিত ছিলেন।

শেয়ার হোল্ডারদের পক্ষে বক্তব্য দেন কবির আহমদ চৌধুরী, মো. সোহরাব হোসেন লিংকন, মহিউদ্দিন শামিম, মো. লুৎফুল গনি, নুরুল আনোয়ার, হীরালাল বণিক প্রমুখ।

বক্তারা আগামীতে শনিবার এজিএম করার, উৎপাদিত পণ্য বিক্রি, দক্ষ কর্মকর্তাদের সুযোগ-সুবিধা, শেয়ার হোল্ডারদের নগদ লভ্যাংশ বাড়ানোর এবং কারখানা পরিদর্শনের সুযোগ দেওয়ার দাবি জানান।

তারা যুগোপযোগী কৌশল প্রয়োগের মাধ্যমে কোম্পানির উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।