ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ঐতিহ্যের ৫১ বছর পার করলো সঙ্গীত ভবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
ঐতিহ্যের ৫১ বছর পার করলো সঙ্গীত ভবন ৫১ বছর পার করলো গৌরবোজ্জ্বল ও ঐতিহ্যের অধিকারী সংগীত ভবন।

চট্টগ্রাম: দেশের সংগীতাঙ্গনে ৫১ বছর পার করলো গৌরবোজ্জ্বল ও ঐতিহ্যের অধিকারী সংগীত ভবন। ৫২ বছরে পদার্পণ উপলক্ষে সংগীত ভবন আয়োজন করেছে চার দিনব্যাপী নানা অনুষ্ঠানমালা।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৪ দিনব্যাপী সংগীত উৎসবের উদ্বোধন করেন প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী।

তিনি বলেন, সংগীতচর্চার মাধ্যমে সংগীতভবন ৫২ বছরে পা রাখলো।

যেটি সংগীতাঙ্গনে অত্যন্ত গৌরবের। সংগীতকে ধারণ করে যারা সামনের দিকে এগিয়ে যান, তাদের সফলতা আসবেই।

উৎসবে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. শিরিন আক্তার।

‘পঞ্চ গীতিকবির গান’ দিয়েই শুরু হয় সংগীত উৎসবের প্রথম দিন। ‘সংকোচের বিহ্বলতা’, মায়ের দেয়া’, ‘মোদের গরব মোদের আশা’, ‘একি অপরূপ রূপে মা তোমার’ এ চারটি সম্মেলক গানের মধ্য দিয়ে সংগীত ভবনের শিল্পীরা সাংস্কৃতিক পর্ব শুরু করেন। এরপর এঁকে এঁকে গেয়ে উঠেন শিল্পী মাহির গাইয়ান ‘মন্দিরে মম’, তড়িৎ চক্রবর্তী ‘আজি কমলমুকুল’, মুন্নি চক্রবর্তী ‘সে ডাকে আমারে’, অর্পিতা ও অন্দিদিতা গেয়ে উঠে ‘মোরা নাচি ফুলে ফুলে‘ সহ আরও বেশ কয়েকটি গান।

শুক্রবার (১২ জানুয়ারি) পরিবেশিত হবে ‘আধুনিক গান’, ৩য় দিন পরিবেশিত হবে ‘লোকসঙ্গীত’ এবং ৪র্থ দিন পরিবেশিত হবে ‘শাস্ত্রীয় সঙ্গীত’।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।