ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযান

চট্টগ্রাম: বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষ্যে বুধবার (১০ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট।

সাধারণ সম্পাদক আবুল বশরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সংগঠনে সহ-সভাপতি অ্যাডভোকেট এম এ কাশেম, অধ্যাপক কে এম মুছা, মো. মনির হোসেন, সৈয়দ মো. শাহ ইরফান, অ্যাডভোকেট মোস্তফা আনোয়ার,  এম ইসকান্দার, অ্যাডভোকেট সেকান্দার চৌধুরী, মো. হাসান সিকদার, এস এম আনোয়ার মেহেদী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, মোর্শেদ আলম, আরিফ মাঈন উদ্দীন,  রহমত উল্লাহ ইব্রাহিম, সাংগঠনিক সম্পাক সেকান্দর তুহিন, আব্দুল হালিম, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, মো. জামাল উদ্দীন, শাহাদাত হোসেন, ফাহিমা শারমিন, আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় অন্যান্যের মধ্যে জুনায়েদ ইযদানি রবিন, মো. ফয়জুল হক, ইলিয়াছ হায়দার, সংগঠনের সদস্য মো. সেলিম খান, মো. শফিউল বারি জুয়েল, মাসুদ চৌধুরী, আলী আজাদ, শাহ আলম খোকন, মো. ইমরান, মো. রাসেল, মো. সাগর প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯১১ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।