ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাড়িতে ঢুকে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
বাড়িতে ঢুকে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

চট্টগ্রাম: ফটিকছড়িতে রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে বাড়িতে ঢুকে ইমরুল ইসলাম রাফি (৩০) নামে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১০ জানুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আব্বাস সিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

রাফি একই এলাকার নজরুল ইসলাম সিকদারের ছেলে।

উপজেলার পাশাপাশি উত্তর জেলা ছাত্রলীগের যুগ্ম দফতর সম্পাদকেরও দায়িত্ব পালন করছেন তিনি। ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি সম্ভাব্য প্রার্থী সে।

পরিবারের বরাত দিয়ে জেলা পুলিশ মেডিকেল টিম-১ এর এএসআই. আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে জানান, বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি দিয়েছেন। ওই ছাত্রলীগ নেতার মাথায় গুরুতর জখম হয়েছে।

রাফির স্বজন মো. ইকবাল হোসাইন বাংলানিউজকে জানান, এসময়ে সে নিজ বাড়িতে ঘুমাচ্ছিল। বাড়িতে বাবা-মাও ছিলেন। মধ্যরাতে অানুমানিক রাত দেড়টার সময় ৮ থেকে ১০ জন মুখোশধারী সন্ত্রাসী বাড়ির দরজা ভেঙে ঢুকে রাফিকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে ‍যায়। এতে রাফির মাথায় ও হাতে গুরুতর জখম হয়েছে। চমেক হাসপাতালে তার চিকিৎসাসেবা চলছে। রাজনৈতিক প্রতিহিংসা থেকে রাফির ওপর এ সন্ত্রাসী হামলা হয়েছে বলে ধারণা করছেন তিনি।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।