ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘কালের কণ্ঠ সমস্যা সম্ভাবনা ও উন্নয়নের কথা বলবে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
‘কালের কণ্ঠ সমস্যা সম্ভাবনা ও উন্নয়নের কথা বলবে’ কালের কণ্ঠের চট্টগ্রাম ব্যুরোতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: দায়িত্বশীল সংবাদপত্র হিসেবে কালের কণ্ঠ দেশের স্বাধীনতার সুরক্ষা, আর্থসামাজিক অগ্রগতি ও জঙ্গিবাদমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।  

বুধবার (১০ জানুয়ারি) কালের কণ্ঠের চট্টগ্রাম ব্যুরো অফিসে অষ্টম প্রতিষ্ঠাবাষির্কীর অনুষ্ঠানের উদ্বোধনকালে মেয়র এ মন্তব্য করেন।  

তিনি বলেন, ‘আগামীতে কালের কণ্ঠ চট্টগ্রামের সমস্যা সম্ভাবনা ও উন্নয়নের কথা বলবে।

সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করবে। ’

চট্টগ্রাম ব্যুরো প্রধান মুস্তফা নঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে নগর বিএনপির সভাপতি ডা. শাহদাত হোসেন বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে কালের কণ্ঠ সাধারণ মানুষের মুখপত্র হিসেবে নিজেকে তুলে ধরেছে।

কালের কণ্ঠের শুভ কামনা জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি শহীদ উল আলম, যুগ্মমহাসচিব তপন চক্রবর্তী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) ভারপ্রাপ্ত সভাপতি রতন কান্তি দেবাশীষ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ হাসান ফেরদৌস, প্রেসক্লাবের নির্বাহী সদস্য ম. শামসুল ইসলাম।

ফুলেল শুভেচ্ছা জানান নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, বিএনপি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খান, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমদ, কালের কণ্ঠ শুভ সংঘের প্রধান উপদেষ্টা ও বড়তাকিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ মোরশেদ এলিট, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, সিটি মেয়রের একান্ত সচিব রায়হান ইউসুফ, চসিক জনসংযোগ কর্মকর্তা আব্দুর রহিম, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক ইয়াসির আরাফাত, নগর যুবলীগ নেতা সুমন দেবনাথ, সংস্কৃতিকর্মী দেওয়ান মাকসুদ, নজরুল সঙ্গীত শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক দীপন চৌধুরী, বোয়ালখালী-কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আবদুল মোমিন, স্যার আশুতোষ সরকারি কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির কার্যকরী সভাপতি আবদুল মান্নান।

ফুলেল শুভেচ্ছা জানায় চিটাগাং চেম্বার, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, কারিকা, এক্স কাউন্সিলর ফোরামের এএসএম জাফর, জামাল হোসেন, ইনভেস্টর ফোরামের পক্ষ থেকে এমএ কাদের, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনির্ভাসিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি পক্ষে রেজিস্ট্রার ড. আবু জাবেদ, অধ্যাপক আরিফ চৌধুরী, চট্টগ্রাম কলেজ রোভার স্কাউট গ্রুপ  প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।