ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হকার্স মার্কেটের নালার ওপর দেয়াল ভাঙল চসিক

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
হকার্স মার্কেটের নালার ওপর দেয়াল ভাঙল চসিক জহুর হকার্স মার্কেটের গেইটের পাশে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নালার ওপর অবৈধভাবে নির্মিত দেয়াল ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম: নগরীর কোতোয়ালি থানাধীন জহুর হকার্স মার্কেটের গেইটের পাশে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নালার ওপর অবৈধভাবে নির্মিত দেয়াল ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ জানুয়ারি) চসিকের উদ্যোগে স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার এ অভিযানে নেতৃত্ব দেন।

চসিকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

  

একই অভিযানে পাঁচলাইশ থানাধীন গোলপাহাড় মোড়ে সিটি করপোরেশনের রাস্তা ও ফুটপাত অবৈধভাবে দখল করে সর্বসাধারণের অসুবিধা সৃষ্টি করে ব্যবসা পরিচালনা করার দায়ে মো. আরিফকে ৩ হাজার টাকা, নুরুল আলমকে ২ হাজার ও ফখরুল ইসলামকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।  

অভিযানকালে প্রকৌশল বিভাগসহ চসিকের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও নগর পুলিশ সদস্যরা সহায়তা দেন।

 

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।