ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা লালন করতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা লালন করতে হবে বক্তব্য দেন জেলা কমান্ডার মো. সাহাব‌উদ্দিন

চট্টগ্রাম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা লালনের মাধ্যমে দেশ গড়তে হবে। এ আদর্শ ও চেতনায় তরুণদের উদ্বুদ্ধ করতে হবে। যাতে তারা বিপথগামী না হয়, ভুল পথে পথ না হারায়।

বুধবার (১০ জানুয়ারি) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা কমান্ড আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

জেলা কমান্ডার মো. সাহাব‌উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাশুকুর রহমান সিকদার।

বিশেষ অতিথি ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ।

আলোচনায় অংশ নেন মহানগর কমান্ডার মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার একেএম সরওয়ার কামাল, বোয়ালখালী উপজেলা কমান্ডার মো. হারুন মিয়া, চন্দনাইশের কমান্ডার জাফর আলী হিরু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, রাউজানের ডেপুটি কমান্ডার রেজাউল করিম, হাটহাজারীর কমান্ডার নুরুল আলম, খুলশী থানা কমান্ডার মো. ইউসুফ, শিক্ষকনেতা সুনীল চক্রবর্তী প্রমুখ।

  

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।