ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিনোদ বিহারীর জন্মদিবস উদযাপন হিন্দু ফাউন্ডেশনের

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
বিনোদ বিহারীর জন্মদিবস উদযাপন হিন্দু ফাউন্ডেশনের বিনোদ বিহারীর জন্মদিবস উদ্যাপন হিন্দু ফাউন্ডেশনের

চট্টগ্রাম: উপমহাদেশের স্বাধিকার আন্দোলনের বিপ্লবী মহানায়ক মাস্টারদা সূর্য সেনের সহযোদ্ধা এবং চট্টগ্রাম যুব বিদ্রোহের অকুতোভয় সৈনিক, সাবেক আইন পরিষদ সদস্য বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর ১০৮তম জন্মদিন উদযাপন করেছে বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন।  

বুধবার (১০) বিকেলে ফাউন্ডেশনের মিলনায়তনে বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ, জন্মদিনের কেক কাটা, আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের আয়োজনে বাহিফা’র চেয়ারম্যান দুলাল কান্তি মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তরা বলেন, বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী একজন দেশপ্রেমিক, সমাজহিতৈষী ও অন্যায়ের বিরুদ্ধে স্বোচ্চার আলোকিত ব্যক্তিত্ব ছিলেন।

বক্তারা তারা বলেন, মাষ্টারদা সূর্য সেনের বিপ্লবী সহযোদ্ধা, নিরহংকার, নির্লোভ, বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী আমাদের কাছে আজীবন অনুকরণীয় দৃষ্টান্ত।

সভায় অন্যান্যের মধ্যে প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরী, নারায়ণ কৃষ্ণ গুপ্ত, অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, আশুতোষ সরকার, অধ্যাপক হারাধন নাগ, তাপস হোড়, অধ্যাপক নারায়ণ চৌধুরী, বিশ্বজিৎ পালিত, সুভাষ দাশ, বিকাশ মজুমদার, অজিত কুমার আইচ, অনুপ রক্ষিত, স্বপন সেন, সজল চৌধুরী, অজিত কুমার দাশ, রিমন মুহুরী, চন্দন দত্ত, নেপাল দাশগুপ্ত প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৯৫৩ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।