ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কাজী হাসানের মৃত্যুতে বিএনপির শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৮
কাজী হাসানের মৃত্যুতে বিএনপির শোক কাজী আবদুল্লাহ আল হাসান

চট্টগ্রাম: উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও রাউজান পৌরসভার সাবেক মেয়র কাজী আবদুল্লাহ আল হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নগর বিএনপির নেতারা।

সোমবার বিকেলে নগর বিএনপির পক্ষ থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শোক জানান কেন্দ্রিয় ও নগর বিএনপির নেতারা।

কাজী আবদুল্লাহ আল হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামীম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুল আলম, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

নেতৃবৃন্দ কাজী আবদুল্লাহ আল হাসানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

রোববার দিনগত রাতে নগরীতে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন আবদুল্লাহ আল হাসান।

এসময় তাকে দ্রুত মেট্রোপলিটন হাসাপাতালে নেওয়া হলে রাত ৩ টায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উত্তর জেলা বিএনপির সদস্য সচিব হাসানের মৃত্যু

বাংলাদেশ সময়: ২০০৮ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৮

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।