ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সুবর্ণ জয়ন্তীর উৎসব শুরু কদলপুর স্কুলের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৮
সুবর্ণ জয়ন্তীর উৎসব শুরু কদলপুর স্কুলের কদলপুর স্কুলের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী

চট্টগ্রাম: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাউজানের কদলপুর স্কুল অ্যান্ড কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে দুইদিনব্যাপী সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান শুরু হয়েছে। 

শুক্রবার (৫ জানুয়ারি) বিকেল তিনটায় স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্রয়ের কুপন বিক্রি ও কিটস বিতরণের উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী। এ ছাড়াও হালদা, কর্ণফুলী, মাতামুহুরি, পদ্মা, যুমনা, শঙ্খসহ বিভিন্ন স্টলের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কদলপুর স্কুল অ্যান্ড কলেজ সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মু. মোহসিন চৌধুরী, বিমাবিদ এসএম ইউসুফ, মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক চৌধুরী, মোহাম্মদ হাসান চৌধুরী, অ্যাডভোকেট কাজী মুহাম্মদ নজমুল হক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী, কদলপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, জসিম উদ্দিন চৌধুরী, আবু মোহাম্মদ চৌধুরী, বিশ্বজিত ভট্টাচার্য ও সাইফুল্লা আনছারী।   

অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন স্কুলের সাবেক শিক্ষার্থীরা।

সন্ধ্যায় সংগীতানুষ্ঠানে অংশ নেন খ্যাতিমান শিল্পীরা।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন শনিবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত হবে সুবর্ণ জয়ন্তীর মূল পর্ব। সকাল ১০টা থেকে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা, সংবর্ধনা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ। প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। প্রধান বক্তা থাকবেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। বিশেষ অতিথি থাকবেন সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমদ বাবলু এমপি, মাধ্যমিক ও শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, অর্থ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী, শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মু. মোহসিন চৌধুরী, রাউজান উপজেলা চেয়ারম্যান আলহাজ এহছানুল হায়দার চৌধুরী বাবুল। সভাপতিত্ব করবেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন কদলপুর স্কুল অ্যান্ড কলেজ সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী।    

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।