ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইডিইউয়ে বিজয় দিবস উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
ইডিইউয়ে বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে দেশাত্ববোধক গান পরিবেশন করছেন শিক্ষার্থীরা। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: আয়োজন শুরু হয়েছিল কবিতার চরণ দিয়ে। বিজয় মানে/ নিজের দেশটা/নিজের করে পাওয়া/বিজয় মানে/ষোলই ডিসেম্বর/বিজয়ের গান গাওয়া।

বিজয় দিবসে লাল-সবুজের সমারোহে উৎসব মুখর পরিবেশে চট্টগ্রামের বেসরকারি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউতে) উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস।  

দেশাত্মবোধক গান, নাটিকা কিংবা স্মতিচারণ।

অনুষ্ঠানে একজন বীর মুক্তিযোদ্ধার অস্ত্র হাতে সম্মুখ লড়াই করার গল্পে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা।  

১৬ ডিসেম্বর সকালে নগরীর খুলশীর পূর্ব নাসিরাবাদের নোমান সোসাইটির ইডিইউর স্থায়ী ক্যাম্পাসে কালচারাল ক্লাব জমজমাট এই অনুষ্ঠানের আয়োজন করে।

 

এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান।  স্মৃতিচারণামূলক বক্তব্য দেন বিশিষ্ট চিকিৎসক ও বীর মুক্তিযোদ্ধা ডা. আবু জাফর চৌধুরী।  

ইডিইউ কালচারাল ক্লাবের উপদেষ্টা লেকচারার সাবরিন সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর সামস উদ দোহা, অ্যাসোসিয়েট ডিন ড. মোহাম্মদ নাজিম উদ্দিন, অ্যাসোসিয়েট প্রফেসর মোহাম্মদ রকিবুল কবীর, ক্লাবের কনভেনার শিক্ষার্থী সাফা ইকবাল, কর্ডিনেটর ফাহিম হোসেন চৌধুরী প্রমুখ।  

সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন নিশাত, আন্নি, নাঈম, মুমু, রক্তিম, অনিক, অভি, পিয়াল, রবিন, কাউসার, শান্তা, সায়মা, সাগুফা প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।