ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় বাস উল্টে নারী নিহত, আহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
পটিয়ায় বাস উল্টে নারী নিহত, আহত ৪

ঢাকা: চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাস উল্টে মোমেনা আকতার সুমি (২৮) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪জন।

নিহত নারী মোমেনা রাজধানীর পলাশীঘাটা এলাকার আরিফুল ইসলামের স্ত্রী। আহতরা হলেন- হাজী মো. শাহীন (৬০), তামান্না বেগম (১৮), আরিফুর রহমান (৩৭) ও সেলিনা আকতার (৪৫)।

 

জানা গেছে, শুক্রবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে পটিয়ার মুজাফরাবাদ এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাস উল্টে এ হতাহতের ঘটনা ঘটে। চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়ক হয়ে চট্টগ্রামমূখি একটি শ্যামলী পরিবহনের বাস (ঢাকা মেট্রো ব-১৫-১২০৫) নিয়ন্ত্রণ হারিয়ে মোজাফরাবাদ এলাকায় উল্টে যায়।

ওই সময় মোমেনা আকতার সুমি নামে এক যাত্রী গাড়ির নিচে চাপা পড়েন। পরে পটিয়া ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও পটিয়া থানা পুলিশ দীর্ঘ চেষ্টার চাপা পড়া থাকা মোমিনাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

পটিয়া-ক্রসিং হাইওয়ে পুলিশের ইনচার্জ মিজানুর রহমান বাংলানিউজকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে হতাহতদের উদ্ধার করেছেন। দুঘটনার শিকার যাত্রীবাহী বাসটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।