ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ব্যাটারি রিকশা বন্ধে কঠোর সিএমপি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
ব্যাটারি রিকশা বন্ধে কঠোর সিএমপি 

চট্টগ্রাম: হাইকোর্টের নিষিধাজ্ঞার প্রেক্ষিতে চট্টগ্রাম মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছে পুলিশ। 

শনিবার (১৬ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

এতে বলা হয়, হাইকোর্টে দায়ের করা রিট পিটিশন নং-১৯৯৭/২০১৪ এর প্রেক্ষিতে চট্টগ্রাম নগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

এ আদেশ আমান্য করে নগরীতে ব্যাটারিচালিত রিকশা চালানো হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ক্ষেত্রে সহযোগিতার জন্যে ব্যাটারি চালিত অবৈধ রিকশা আটক/উচ্ছেদ অভিযানে পরিবহন মালিক/শ্রমিক, যাত্রীসহ সাধারণ নাগরিকদের অনুরোধ জানিয়েছে সিএমপি।

 

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad