ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে প্রিমিয়ার ভিসির শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে প্রিমিয়ার ভিসির শোক

চট্টগ্রাম: প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ শোক জানান তিনি।
 
ড. অনুপম সেন বলেন, এবিএম মহিউদ্দিন চৌধুরী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে অসীম বীরত্বের পরিচয় দেন।

তিনি ছিলেন চট্টগ্রামের অহংকার ও অভিভাবকতুল্য।  

‘চট্টগ্রামের মানুষের সুখে-দুঃখে তিনি সবসময় আপনজনের মতো পাশে ছিলেন।

তিনি আজীবন চট্টগ্রামের স্বার্থে ও মুক্তিযুদ্ধের সপক্ষে লড়াই করে গেছেন। তার মৃত্যুতে চট্টগ্রাম তথা বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হলো। ’

প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর আত্মার শান্তি কামনা করে ড. অনুপম সেন তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।  

এর আগে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে বন্দরনগরীর মেহেদিবাগে বেসরকারি ম্যাক্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবিএম মহিউদ্দিন।  

সাবেক মেয়রের মৃত্যুতে শোক করেছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার মো. আবু তাহের, পরীক্ষা নিয়ন্ত্রক শেখ মো. ইব্রাহিম, ডেপুটি রেজিস্ট্রার খুরশিদুর রহমানসহ সকল কর্মকর্তা-কর্মচারী।  

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।