ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রিমিয়ারে ‘রেস্টোরেশন ফ্ল্যাশব্যাক’ পরিবেশনা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
প্রিমিয়ারে ‘রেস্টোরেশন ফ্ল্যাশব্যাক’ পরিবেশনা প্রিমিয়ায়ে ‘রেস্টোরেশন ফ্ল্যাশব্যাক’ পরিবেশনা

চট্টগ্রাম: প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ‘রেস্টোরেশন ফ্ল্যাশব্যাক’ শীর্ষক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) জিইসি মোড়ে অবস্থিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ভবনে এই পরিবেশনার আয়োজন করা হয়।

ইংরেজি বিভাগের ষষ্ঠ অধিবর্ষের শিক্ষার্থীরা এই পরিবেশনার আয়োজন করে।

এতে ‘রেস্টোরেশন পয়েট্রি অ্যান্ড ড্রামা’ নামক একটি কোর্সের নির্বাচিত কিছু অংশ মঞ্চস্থ করেন শিক্ষার্থীরা। রেস্টোরেশন যুগের প্রখ্যাত লেখক ও কবিদের রচিত কিছু কবিতা ও নাটকের নির্বাচিত অংশও মঞ্চায়ন করা হয়।
এছাড়াও রেস্টোরেশন যুগের আমেজ ও আবহ তৈরি করতে শিক্ষার্থীরা রেস্টোরেশন যুগের পোশাক প্রদর্শনী ও খাবারের আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন বিভাগীয় চেয়ারম্যান সাদাত জামান খান এবং কোর্সটির শিক্ষক সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম।

পুরো অনুষ্ঠানটির সমন্বয়ক ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম। শিক্ষার্থীদের উপস্থাপনা ও অংশগ্রহণে অনুষ্ঠানটি দারুণ প্রাণবন্ত হয়ে উঠে।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।