ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অবৈধ ‍পথে আনা মোটরসাইকেল সহ গ্রেফতার ৪

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
অবৈধ ‍পথে আনা মোটরসাইকেল সহ গ্রেফতার ৪ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: অবৈধ পথে ভারত থেকে মোটরসাইকেল এনে কেনাবেচার দায়ে চারজনকে গ্রেফতার করেছে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ। 

বুধবার (১৩ ডিসেম্বর) তাদের গ্রেফতার করা হয়েছে।   তাদের কাছ থেকে চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার হওয়া চারজন হলেন, মো.মোরশেদ (২০), আরিফ হোসেন (২২), সাহেদ হোসেন সৌরভ (২২) এবং মো.আরমান (২৩)।

বায়েজিদ বোস্তামি থানার পরিদর্শক (তদন্ত) মো.মঈন উদ্দীন বাংলানিউজকে জানান, নগরীর অক্সিজেন-কুয়াইশ সড়কের ওয়াজেদিয়া এলাকায় একটি মোটর সাইকেলসহ প্রথমে মোরশেদকে গ্রেফতার করা হয়।

    

এরপর নগরীর হামজারবাগ থেকে সাহেদ, রাউজানের নোয়াপাড়া থেকে আরমান এবং চান্দগাঁও থানার মোহরা এলাকা থেকে আরিফকে আরো তিনটি মোটরসাইকেলসহ গ্রেফতার করে পুলিশ।

‘সীমান্ত দিয়ে অবৈধভাবে মোটরসাইকেলগুলো বাংলাদেশে আনা হয়েছে।   চারজনই এই ধরনের মোটরসাইকেল কেনাবেচা সিন্ডিকেটের সদস্য।  এর মধ্যে আরমান এবং মোরশেদ মোটর সাইকেল চুরিও করে। ’ বলেন পরিদর্শক মঈন উদ্দীন

চারজনের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামি থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ০৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।