ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিজয় র‌্যালিতে নিরাপত্তা দেবে সিএমপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
বিজয় র‌্যালিতে নিরাপত্তা দেবে সিএমপি বিজয় র্যা লিতে নিরাপত্তা দেবে সিএমপি

চট্টগ্রাম: মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারও চট্টগ্রামে বর্ণাঢ্য বিজয় র‌্যালির আয়োজন করছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ। আগামী শনিবার (১৬ ডিসেম্বর) এ র‌্যালি অনুষ্ঠিত হবে।

মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ আয়োজিত বিজয় র‌্যালিতে নগর পুলিশ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে বলে জানিয়েছেন নগর পুলিশের উপ-কমিশনার এসএম মোস্তাইন হোসেন। বুধবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে একথা জানান তিনি।

বিজয় র‌্যালিতে সবাইকে স্বতস্ফূর্তভাবে অংশ গ্রহণের আহ্বান জানিয়ে মোস্তাইন হোসেন বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি বলেই এ অবস্থানে আসতে পেরেছি। তাই বিজয় র‌্যালিতে অংশ নেওয়া সবার দায়িত্ব।

জাতীয় পতাকার মর্যাদার রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন যত্রতত্র জাতীয় পতাকা ব্যবহার করা হচ্ছে। এতে অনেক সময় মর্যাদাহানী হচ্ছে। এ বিষয়ে সবাইকে সচেতন হওয়া প্রয়োজন।

বিজয় র‌্যালি ২০১৭ এর আহ্বায়ক শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের কো-চেয়ারম্যান মুক্তিযোদ্ধা বদিউল আলম সরকারের সব বিভাগের সহযোগিতা কামনা করেন।

বিজয় র‌্যালি এম এ আজিজ স্টেডিয়ামের সামনে থেকে শুরু হয়ে কাজির দেউড়ি, জামালখান, চেরাগি পাহাড়, আন্দরকিল্লা, নিউমার্কেট হয়ে পুনরায় স্টেডিয়ামে এসে শেষ হবে।

সভায় অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব মুক্তিযোদ্ধা মো.ইউনুচ, নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার(এসবি) মনজুর মোরশেদসহ সরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৩০৩ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।