ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রেডকিনের সমাধিতে শ্রদ্ধা জানালেন মেয়র নাছির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
রেডকিনের সমাধিতে শ্রদ্ধা জানালেন মেয়র নাছির রেডকিনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মেয়র আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিজয়ের পর বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া) দেশের প্রধান সমুদ্রবন্দর সচল করতে মাইন অপসারণের দায়িত্ব গ্রহণ করে।

অত্যন্ত বিপজ্জনক কাজটি করার সময় রাশিয়ান নাবিক ইউরিস রেডকিন মাইন বিস্ফোরণে নিহত হন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) চট্টগ্রাম নেভাল একাডেমিতে রেডকিনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মেয়র আ জ ম নাছির উদ্দীন।

এ সময় চট্টগ্রামস্থ রাশিয়ার আঞ্চলিক দূতাবাসের কর্মকর্তা, নেভাল একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তা, চসিকের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, মেয়রের একান্ত সচিব মো. মঞ্জুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।