ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
চট্টগ্রামে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: মিয়ানমারে সহিংসতার শিকার হয়ে ‍পালিয়ে আসা এক রোহিঙ্গা যুবককে ২০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  এছাড়া ৩২০০ পিস ইয়াবাসহ নগরীর মাদকসম্রাট খোকনকে (৪২) গ্রেফতার করেছে অধিদপ্তর।

সোমবার (১১ ডিসেম্বর) দিনের বিভিন্ন সময় পৃথকভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (মেট্রো) শামীম আহমেদ বাংলানিউজকে জানিয়েছেন, দুপুর আড়াইটার দিকে নগরীর জুবিলি রোড থেকে ইউনূসকে গ্রেফতার করা হয়েছে।

রোহিঙ্গা যুবক ইউনূস (২২) সম্প্রতি কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।   টেকনাফের মোচনী রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করে আসছিলেন ইউনূস।

  এর মধ্যে তিনি ইয়াবা পাচারেও জড়িয়ে পড়েন।

এর আগে ভোরে নগরীর এনায়েতবাজার তুলাতলী থেকে মাদক সম্রাট খোকনকে গ্রেফতার করা হয়েছে।   তার স্ত্রী আকলিমাও একজন শীর্ষ মাদক বিক্রেতা বলে জানিয়েছেন উপ-পরিচালক শামীম।

বাংলাদেশ সময়: ০৮৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।