ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ট্রলারে অভিযান, ১২০টন জাটকা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
ট্রলারে অভিযান, ১২০টন জাটকা জব্দ প্রতীকী ছবি

চট্টগ্রাম: কর্ণফুলী নদীতে একটি মাছ ধরার ট্রলারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ইছানগর এলাকায় নোঙর করে রাখা ওই ট্রলারে ১২০টন জাটকা পাওয়া গেছে।

সোমবার (১১ ডিসেম্বর) রাত ৭টা থেকে এই অভিযান পরিচালনা করছে র‌্যাব ও জেলা প্রশাসন।

র‌্যাব ৭ এর সহকারী পরিচালক মিমতানুর রহমান বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী নদীর ইছানগর এলাকায় নোঙর করা এগ্রো অ্যান্ড ফুডের মালিকানাধীন মাছ ধরার একটি ট্রলারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযানে সহায়তা করছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

একই বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী বাংলানিউজকে বলেন, ইতিমধ্যে ১২০টন জাটকা আমরা জব্দ করেছি।

এখনও অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।