ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জাইকার ৬৪০ কোটি টাকার উন্নয়নকাজ হচ্ছে চট্টগ্রামে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
জাইকার ৬৪০ কোটি টাকার উন্নয়নকাজ হচ্ছে চট্টগ্রামে বক্তব্য দেন মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: বাংলাদেশের উন্নয়ন সহযোগী জাপানের জাইকার অর্থায়নে নগরীতে ৬৪০ কোটি টাকার উন্নয়নকাজ চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন।

এর মধ্যে প্রথম ব্যাচে ১৭টি প্রকল্পের অধীনে প্রায় ২০০ কোটি টাকার এবং দ্বিতীয় ব্যাচে ১৭টি প্রকল্পের অধীনে প্রায় ৪৪০ কোটি টাকার উন্নয়নকাজ চলমান আছে।

সোমবার (১১ ডিসেম্বর) নগর উন্নয়ন সমন্বয়কল্পে জাইকার গাইডলাইন অনুযায়ী গঠিত নগর উন্নয়ন সমন্বয় কমিটির (সিডিসিসি) সভায় তিনি এ তথ্য জানান।

 

মেয়র বলেন, চট্টগ্রাম ওয়াসার পাইপলাইন স্থাপন কাজের কারণে মুরাদপুর থেকে অক্সিজেন এবং ফ্লাইওভারের র‌্যাম নির্মাণ এবং ওয়াসার পাইপলাইন স্থাপন কাজের কারণে আরাকান সড়কে নাগরিক দুর্ভোগ নিরসন করতে চসিককে সময়ক্ষেপণ করতে হচ্ছে। ঐকান্তিক ইচ্ছা, আগ্রহ এবং আর্থিক সক্ষমতা থাকা সত্ত্বেও এ দুটি সড়ক পুরোপুরি সংস্কার করা যাচ্ছে না।

চসিকের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সম্পদের সর্বোচ্চ ব্যবহার, পৌরকর আদায় এবং আয়বর্ধক প্রকল্প বাস্তবায়নের বিষয়ে নানা ধরনের উদ্যোগের কথা সভাকে অবহিত করেন মেয়র।

মেয়র আশা করেন, সমন্নিত কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মধ্য দিয়ে নাগরিক চাহিদা পূরণ করা সম্ভব হবে। চলমান অর্থবছরসহ আগামী দুই অর্থবছর মিলে নগরীর কাঁচা রাস্তা ও ব্রিক সলিং রাস্তাগুলো কার্পেটিং রাস্তায় উন্নীত করা হবে। এ লক্ষ্যে ৪৫৪ কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

নগর ভবনের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ, বিটিসিএলের বিভাগীয় প্রকৌশলী সমিত চাকমা, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল হাসান চৌধুরী, নারী ঐক্য বাংলাদেশের যুগ্ম সম্পাদক জান্নাতুল ফেরদৌস, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবদুল হালিম, অতিরিক্ত সহকারী পুলিশ কমিশনার সচিন চাকমা, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, কাউন্সিলর জহর লাল হাজারী, হাসান মুরাদ বিপ্লব, নাজমুল হক ডিউক, ছালেহ আহমদ চৌধুরী, মো. সলিম উল্লাহ বাচ্চু, মো. জহুরুল আলম জসিম, এম আশরাফুল আলম, এইচএম সোহেল, শৈবাল দাশ সুমন, চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন, মো. আবু ছালেহ, মাহফুজুল হক, মনিরুল হুদা, প্রধান স্থপতি একেএম রেজাউল করিম, উপসচিব আশেক রসুল চৌধুরী টিপু, জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম, জাইকার প্রকৌশলী তুষার আহমেদ, সনজিত কুমার দাশ, মইনুল হোসেন আলী চৌধুরী, মো. চুন্নু হোসেন, আমিনুর রহমান, মো. ওবায়দুল রহমান, আকিব রেজা আবির, রবি মং মারমা প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।