ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নকল প্রসাধনী ইউনিলিভারের নামে বিক্রি, আটক ৪

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
নকল প্রসাধনী ইউনিলিভারের নামে বিক্রি, আটক ৪ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর চান্দগাঁও থানার কালুরঘাটে বিশ্বখ্যাত ইউনিলিভারের নকল প্রসাধনী তৈরির একটি কারখানার সন্ধান পেয়ে সেখানে অভিযান চালিয়েছে র‌্যাব।  কারখানাটি থেকে বিপুল নকল প্রসাধনীসহ চারজনকে আটক করা হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে নগরীর কালুরঘাটের বালুরটাল এলাকায় আফরিন ট্রেডার্স নামে ওই কারখানায় অভিযান চালানো হয়।

আটক চারজন হলেন, আমিনুল ইসলাম (৩৭), মো.জাহেদ আলী (৩৫), হেলাল উদ্দিন (৩০) এবং আব্দুল মালেক (৫৫)।

ওই কারখানা থেকে ইউনিলিভার ব্র্যান্ডের নকল সিল লাগানো ক্লোজআপ ও পেপসোডেন্ট টুথপেস্ট, ডোভ সাবান ও শ্যাম্পু, ক্লিয়ার, সানসিল্ক শ্যাম্পু এবং পন্ডস ও ভ্যাসেলিন ক্রিম জব্দ করা হয়েছে।

র‌্যাবের চট্টগ্রাম জোনের উপ-পরিচালক লে.কমান্ডার আশিকুর রহমান ভূঁইয়া বাংলানিউজকে বলেন, আমিনুল পুরো সিন্ডিকেটের প্রধান।

  তিনজন তার ওই নকল কারখানার অংশীদার।   এদের মধ্যে আবার দুজন প্রস্তুতকারক।   তারা নকল প্রসাধনী তৈরি করে সেখানে ইউনিলিভারের সিল লাগায়।   মানুষ ইউনিলিভারের পণ্য ভেবে সেটা কিনে প্রতারণার শিকার হচ্ছেন।

চারজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা আশিকুর।

বাংলাদেশ সময়: ০৬২২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।