ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘ফিলিস্তিনিদের মানবাধিকার হরণ হয়েছে’

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
‘ফিলিস্তিনিদের মানবাধিকার হরণ হয়েছে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ বলেছেন, মানবাধিকার মানুষের জন্মগত অধিকার।  রাষ্ট্র অবশ্যই মানুষের এই অধিকার সমুন্নত রাখবে।  তবে দু:খের সঙ্গে বলতে হচ্ছে বর্তমান সভ্যযুগে বিশ্বের বিভিন্ন দেশে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।

তিনি বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের বাড়িঘর পুড়িয়ে তাদের দেশান্তরী করেছে সেদেশের সংখ্যাগরিষ্ঠরা।   তাদের মসজিদ-মাদ্রাসা ধ্বংস করা হয়েছে।

নারী-শিশুরা হত্যা ও ধর্ষণের শিকার হয়েছেন।   মুসলিম উম্মার প্রথম কাবা জেরুজালেমকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের রাজধানী ঘোষনা করেছেন।
  এতে ফিলিস্তিনিদের মানবাধিকার হরণ করা হয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রোববার বাংলাদেশ মানবাধিকার ফোরাম চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে আয়োজিত সমাবেশে ফরিদ মাহমুদ এসব কথা বলেন।

নগরীর বাকলিয়ায় শাহ আমানত সেতু চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এসকান্দর চৌধুরী হিরো।

সংগঠক জি এম মাহবুব হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ননী গোপাল আচার্য্য, ফোরামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আকতার উদ্দিন রানা, চট্টগ্রাম বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দিন মিঠুন, মহানগর সভাপতি সাখাওয়াত হোসেন সাকু, মো. এয়াকুব, একেএম শাফিজল ইসলাম, মুজিবুর রহমান, পলাশ ধর, ইঞ্জিনিয়ার মামুন উদ্দিন, শামসুজ্জামান, জাফর আলম রবীন, মোহাম্মদ আলী, নুরুল আলম, সাইফুল ইসলাম, খোরশেদ আলম, আনোয়ার হোসেন মানিক, তাইফুল ইসলাম, নাছির উদ্দিন, মিলন বড়ুয়া, আবু ছৈয়দ, নাছির উদ্দিন, সাদেক হোসেন এবং মো. কামাল।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭

আরডিজি/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।