ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

লিঙ্গভিত্তিক মানবাধিকার হরণের বিরুদ্ধে দাঁড়ানোর ডাক

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
লিঙ্গভিত্তিক মানবাধিকার হরণের বিরুদ্ধে দাঁড়ানোর ডাক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: র‌্যালি-সমাবেশের মধ্য দিয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করেছে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) চট্টগ্রাম কেন্দ্র।  সমাবেশ থেকে লিঙ্গভিত্তিক সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান এসেছে।

রোববার (১০ ডিসেম্বর) সংগঠনটি মুসলিম ইনস্টিটিউট হলের সামনের থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করে।   বিভিন্ন পথ ঘুরে ডিসি হিলে এসে সমাবেশ করে।

বিএনপিএস’র কেন্দ্র ব্যবস্থাপক মো. ফেরদৌস আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে  বক্তব্য রাখেন মনিটরিং অফিসার শরীফ চৌহান, উন্নয়ন কর্মকর্তা এরশাদুল করিম, কাজীর দেউড়ি কমিউনিটি ফোরামের সহ-সভাপতি বিজয় চক্রবর্তী, সদস্য নিতাই চক্রবর্তী, সেলিনা বেগম, ফেরদৌস বেগম, আসকারদিঘী কমিউনিটি ফোরামের অর্থ সম্পাদক রতন চক্রবর্তী, বিএনপিএস’র তপন কান্তি দে, ইয়াছমিন বেগম, শিরিন আকতার, মো: খালেদুজ্জামান এবং মো.ইউসুফ।

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭

আরডিজি/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।