ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিডিএ’র তিন প্রকৌশলী গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
সিডিএ’র তিন প্রকৌশলী গ্রেফতার দুর্নীতির মামলায় সিডিএ'’র তিন প্রকৌশলী সহকারী প্রকৌশলী গোলাম সরওয়ার ও হামিদুল হক এবং উপ-সহকারি প্রকৌশলী জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে দুদক। ছবি:: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: দুর্নীতির মামলায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) তিন প্রকৌশলীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  এরা হলেন, সহকারী প্রকৌশলী গোলাম সরওয়ার ও হামিদুল হক এবং উপ-সহকারি প্রকৌশলী জাহাঙ্গীর আলম।

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে তাদের সিডিএ ভবন থেকে গ্রেফতার করা হয়েছে।

জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক (অতিরিক্ত পুলিশ সুপার) লুৎফুল কবির বাংলানিউজকে বলেন, তিন প্রকৌশলীকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।

দুদকের পরিদর্শক (প্রসিকিউশন) এমরান হোসেন বাংলানিউজকে বলেন, জরুরি অবস্থার সময় ৩০টি মামলা দায়ের হয়েছিল।   এর মধ্যে ১৫টি বিচারাধীন আছে।

  ১৫টি তদন্তাধীন আছে।   তদন্তাধীন মামলাগুলোতে গ্রেফতার দেখিয়ে তিন প্রকৌশলীকে আদালতে পাঠানো হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের কৌসুলি কাজী ছানোয়ার হোসেন লাবলু বাংলানিউজকে জানান, ২০০৮ সালের অক্টোবরে নগরীর কোতয়ালী থানায় ৩০টি মামলা দায়ের হয়েছিল।   এর মধ্যে তদন্তাধীন আছে ১৫টি।  

তদন্তাধীন মামলাগুলোর মধ্যে গোলাম সরওয়ার ৬টি, জাহাঙ্গীর আলম ৩টি এবং হামিদুল হক একটি মামলায় আসামি।  

গ্রেফতারের পর দুপুরে তাদের চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরীর আদালতে হাজির করা হয়।   আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭

আরডিজি/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।