ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

তিশা বললেন, ‘ক্যা-নে চলর’

তাসনীম হাসান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
তিশা বললেন, ‘ক্যা-নে চলর’ তিশা বললেন, ‘ক্যা-নে চলর’

চট্টগ্রাম: হালদা পাড়ের ফটিকছড়ি উপজেলার এক যুবকের মুখ থেকে বেরোনো সংলাপটা ছড়িয়ে পড়েছিল ‘পুরো’ চট্টগ্রামের মানুষের মুখে মুখে। সেটি ‘ক্যানে চলর’। এবার তৌকির আহমেদ পরিচালিত সদ্য মুক্তি পাওয়া হালদা ছবির অন্যতম মুখ নুসরাত ইমরোজ তিশাও চট্টগ্রামে এসে শুনিয়ে গেলেন সেই সংলাপ-আলমাস সিনেমা হলের ভরা দর্শকদের উদ্দেশ্যে তার প্রশ্ন ‘ক্যানে চলর’।

শনিবার (০৯ ডিসেম্বর) বিকেলে তৌকির আহমেদ-তিশাসহ হালদা চলচ্চিত্রটির কলাকুশলীদের একাংশ চট্টগ্রামে এসেছিলেন ছবিটির প্রচারে, দর্শকদের সঙ্গে বসে ছবিটি দেখতে।  

এসময় বক্তব্য দিতে গিয়ে তিশা বলেন, প্লেন থেকে নামার পর এই পর্যন্ত আসতে আসতে আমি একটা লাইন মুখস্ত করে এসেছি।

ভাবছিলাম আপনাদের জিগ্যোস করবো-‘বদ্দা ক্যা-নে চলর। ’

তিশার এই চটুল ডাযালগে হাসি সংক্রমিত হতে দেরি হলো না হলজুড়ে।

সেই প্রশ্নের জবাবে তিশার কাছেও তড়িৎ প্রশ্ন এলো-‘ত্যুই ক্যা-নে চলর। ’ হাসলেন অভিনেত্রী। হাসলো পুরো হল!

মাত্র ১ দশমিক ৫৬ মিনিটের একটি কল-রেকর্ড। ফটিকছড়ির বিবিরহাটেই যার সূচনা। পরে তা বিস্তৃতি ঘটায় জনপ্রিয় রেসলার জন সিনা ও রুসেফের এক দশমিক ০৩ মিনিটের ডাবিং করা ইউটিউবের একটা ভিডিওর কল্যাণে। এরপর তো সবখানেই কয়েকমাস ধরে চলতে থাকে এই সংলাপ।

এবার তিশার মুখেও শোনা গেল সেই সংলাপ।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।