ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ক্যান্সার আক্রান্ত রহিমের পাশে চিটাগাং এরিস্টোক্রেট

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
ক্যান্সার আক্রান্ত রহিমের পাশে চিটাগাং এরিস্টোক্রেট ক্যান্সার আক্রান্ত রহিমের পাশে চিটাগাং এরিস্টোক্রেট

চট্টগ্রাম: ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ৬২ বছর বয়সের কৃষক আব্দুর রহিমের চিকিৎসার দায়িত্ব নিয়েছে রোটারি ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট। বিশিষ্ট ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডা. শামীমা আনোয়ারের অধীনে তিনি বর্তমানে চিকিৎসাধীন।

এরই মধ্যে চারটি ক্যামোথেরাপি দেওয়া  হয়েছে কিন্তু অর্থাভাবে বাকি ক্যামোগুলো যখন তিনি দিতে  পারবেন না বলে  ধরে নিয়েছিলেন তখন তার পাশে দাঁড়িয়েছে রোটারী ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেট।

শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে মাউন্ট হসপিটালে ক্যামোথেরাপী দেওয়ার জন্য ভর্তি করা হয়েছে।



রোটারি ক্লাব অব চিটগাং এরিস্টোক্রেটের প্রেসিডেন্ট রোটারিয়ান প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমন  ডা. শামীমা  আনোয়ারের চেম্বারে ক্যান্সার আক্রান্ত আব্দুর রহিমের হাতে ক্যামোথেরাপীর যাবতীয় ড্রাগ গুলো হস্তান্তর করেন।

ডা.শামীমা আনোয়ার বলেন, রোগীর অবস্থা সংকটাপন্ন, এই অবস্থায় রোটারী ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেট পাশে দাঁড়ানোয় তার ব্যয়বহুল  চিকিৎসা চালানো নিয়ে যে ঘোর অন্ধকার দেখা দিয়েছিল তা কেটে গেছে ।

 

রোটারিয়ান তানভীর শাহরিয়ার রিমন বলেন, প্রতি মুহূর্তেই তো আমরা কতরকম যুদ্ধ করছি, এর আগে ক্যান্সার আক্রান্তনিখিলেরচিকিৎসার দায়িত্ব নিয়েছিলাম।  মহান আল্লাহর ইচ্ছায় নিখিল এখন সুস্থ। আমরা আব্দুর রহিমের দায়িত্ব নিয়েছি। তার বাকী চিকিৎসা খরচ আমরা বহন করব।  

এসময় এরিস্টোক্রেট এর ট্রেজারার সরজ বড়ুয়া, টীম চিটাগং এর প্রতিষ্ঠাতা ইমতিয়াজ উদ্দীন জিহাদ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২১৩৫ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭ 

এমইউ/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad