ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফখরুলকে ক্ষমা চাইতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিলেন হানিফ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
ফখরুলকে ক্ষমা চাইতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিলেন হানিফ পটিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন

চট্টগ্রাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমা চাইতে বলায় বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরকে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

শনিবার (০৯ ডিসেম্বর) পটিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হানিফ বলেন, বিএনপি মহাসচিব বেগম খালেদা জিয়া এবং তার ‍দুর্নীতিবাজ পুত্র তারেক রহমানের দুর্নীতি ঢাকতে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে বলেছেন।   এই ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য ফখরুলকে ২৪ ঘণ্টার মধ্যে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

  না হলে চরমমূল্য দিতে হবে। পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক

পটিয়া উপজেলা পরিষদ মাঠে বিদায় কমিটির সভাপতি রাশেদ মনোয়ার এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে অতিথিদের মধ্যে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান, পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী।

সম্মেলনের নির্ধারিত কাউন্সিলে ৫৮৮ জন কাউন্সিলরের সম্মতির ভিত্তিতে আ ক ম শামসুজ্জামানকে সভাপতি এবং পৌর মেয়র হারুনুর রশীদকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।   দুজনই পটিয়ার সংসদ সদস্যের অনুসারী হিসেবে পরিচিত।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।