ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শীর্ষ ১০ সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের তালিকা হচ্ছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
শীর্ষ ১০ সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের তালিকা হচ্ছে শীর্ষ ১০ সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের তালিকা হচ্ছে

চট্টগ্রাম: পুরস্কার দিতে শীর্ষ দশ সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠানের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের(এনবিআর) চেয়ারম্যান মো.নজিবুর রহমান।

পরিবারের সবাই করদাতা হলে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান মালিকদের পরিবারকে ‘কর বাহাদুর’ পরিবার ঘোষণা দেওয়া হবে বলেও জানান তিনি।

শনিবার বিকেলে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান তিনি।

চট্টগ্রাম কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন কৃতি শিক্ষার্থী সংবর্ধনার আয়োজন করে।

অনুষ্ঠানে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করা শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট দেওয়া হয়।

এনবিআর চেয়ারম্যান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশ তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরা সঠিকভাবে এগুলে দেশ এগিয়ে যাবে।

বিশেষ অতিথির বক্তব্যে বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল বলেন, কঠোর পরিশ্রমের বিকল্প নেই। আত্ম শৃঙ্খলার মধ্যে থেকে কাজ করে গেলে সফলতা আসবে।

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য জাহাঙ্গীর হোসেন, আশরাফ হোসেন, চট্টগ্রাম কাস্টমস কমিশনার ড. নুরুজ্জামান, সংগঠনের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাচ্চু প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৮৫৭ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।