ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পেকুয়ায় রোকেয়া দিবসে সংবর্ধিত হলেন পাঁচ জয়িতা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
পেকুয়ায় রোকেয়া দিবসে সংবর্ধিত হলেন পাঁচ জয়িতা জয়িতাদের সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন উপজেলা কর্মকর্তারা। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: সমাজে বিশেষ অবদানের জন্য কক্সবাজারের পেকুয়ায় পাঁচ নারীকে জয়িতা হিসেবে সংবর্ধিত ও পুরস্কৃত করা হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা হলরুমে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুবউল করিমের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন- পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহাবুবউল করিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার রনি, শিক্ষক নুরুল ইসলাম বিএসসি, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, শিক্ষক মো. ইউসুছ ও কানচন মণি।

সভা শেষে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী হিসেবে ইউপি সদস্য বুলবুল জন্নাত, সফল জননী হিসেবে মর্জিনা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা হাসিনা বেগম, সমাজ উন্নয়নে অসমান্য অবদানে আয়েশা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হিসেবে কুনতী রাণী শীলকে সংবর্ধনাসহ পুরস্কৃত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুবউল করিম, উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু ও মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার রণির  জয়িতা নারীদের হাতে পুরস্কার তুলে দেন।

এসময় জয়িতাদের সম্মাননা ক্রেস্ট ও প্রত্যয়নপত্র দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
টিটি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।