ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মলয় মুখার্জি শোনালেন এভারেস্ট জয়ের গল্প

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৭
মলয় মুখার্জি শোনালেন এভারেস্ট জয়ের গল্প মলয় মুখার্জির হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন প্রধান অতিথি।শোয়েব ফারুকী

চট্টগ্রাম: ভারতের পর্বতারোহী মলয় মুখার্জি মাউন্ট এভারেস্ট জয়ের অভিজ্ঞতা শুনিয়েছেন চট্টগ্রামের পর্বতারোহন ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের সদস্যদের।

শুক্রবার (৮ ডিসেম্বর) নগরীর সার্সন রোডের ফটো ব্যাংক গ্যালারিতে তিন ঘণ্টার ‘মাউন্টেইন টক’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন তিনি।

২০১৬ সালে এভারেস্টের চূড়ায় আরোহনের অভিজ্ঞতা বলার পাশাপাশি তিনি তরুণদের সামনে উপস্থাপন করেন অভিযানকালীন কিছু ছবি ও ভিডিও ক্লিপ।

উত্তর দেন শ্রোতাদের অভিযান সম্পর্কিত বেশ কিছু প্রশ্নেরও।  

ক্লাবের সভাপতি দেবাশীষ বলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খ্যাতিমান আলোকচিত্রী শোয়েব ফারুকী।

শোয়েব ফারুকী বলেন, তরুণ সমাজের একাংশ যখন সন্ত্রাস, মাদকাসক্তিতে লিপ্ত তখন অপর অংশের এ জাতীয় উদ্যোগ নিঃসন্দেহে আশার আলো দেখায়। তরুণরা খেলাধুলা, অ্যাডভেঞ্চার, পর্বতারোহনে মনোযোগী হলেই সুন্দর ভবিষ্যৎ গঠন সম্ভব।

মলয় মুখার্জির হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন প্রধান অতিথি।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৭

এআর/টিসি

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।